পাকিস্তানে কয়লা খনিতে সন্ত্রাসী হামলা, নিহত ২০

0
37

পাকিস্তানের বেলুচিস্তানের দুকি এলাকায় একটি কয়লা খনিতে সন্ত্রাসী হামলায় ২০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৭ জন। নিহতরা সবাই খনি শ্রমিক।
এখনো এ হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি।শুক্রবার (১১ অক্টোবর) ভোররাতে এ ঘটনা ঘটে। দেশটির সংবাদমাধ্যম দ্য ডন’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সংবাদমাধ্যমটি জানায়, শুক্রবার বেলুচিস্তানের দুকি এলাকায় একটি ছোট বেসরকারি কয়লা খনিতে সশস্ত্র লোকদের হামলায় কমপক্ষে ২০ জন খনি শ্রমিক নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

দুকি স্টেশন হাউজ অফিসার (এসএইচও) হুমায়ুন খান বলেন, “একদল সশস্ত্র লোক ভোররাতে দুকি এলাকায় জুনায়েদ কয়লা কোম্পানির খনিতে ভারী অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা মাইন লক্ষ্য করে রকেট ও গ্রেনেড নিক্ষেপ করে।

দুকির ডাক্তার জোহর খান শাদিজাই বলেছেন, “আমরা জেলা হাসপাতালে এ পর্যন্ত ২০টি মৃতদেহ এবং ছয়জনকে আহত পেয়েছি।”

দুকি জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল্লাহ নাসির বলেছেন, দুর্বৃত্তরা হামলায় “হ্যান্ড গ্রেনেড, রকেট লঞ্চার এবং অন্যান্য আধুনিক অস্ত্র” ব্যবহার করেছে। তারা ১০টি কয়লা ইঞ্জিন ও যন্ত্রপাতিতেও আগুন দিয়েছে।

দুকির জেলা প্রশাসক (ডিসি) কলিমুল্লাহ কাকার এবং সহকারী কমিশনার (এসি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া এফসি কমান্ড্যান্ট এবং দুকি পুলিশ সুপারও সেখানে উপস্থিত ছিলেন। পরে লাশ উদ্ধারে যৌথ অভিযান চালানো হয়।

এর আগেও এই অঞ্চলে আগস্টে সন্ত্রাসী হামলা হয়েছে। তখন ৫০ জনের মৃত্যু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here