বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন বাভুমা

0
31

চলতি মাসেই বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা। টাইগারদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে প্রোটিয়ারা। তবে দুই টেস্টের এই সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারবেন না অধিনায়ক টেম্বা বাভুমা।

বাংলাদেশ সফরে আসার আগে পেশিতে চোট পেয়েছেন বাভুমা। এ কারণেই প্রথম টেস্টে খেলতে পারবেন না। তবে না খেললেও তিনি দলের সঙ্গেই ঢাকায় আসবেন বলে এক বিবৃতিতে জানিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

এদিকে বাভুমার অনুপস্থিতিতে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে প্রোটিয়াদের নেতৃত্ব দিবেন এইডেন মার্করাম। বাভুমা চোটে পড়ায় দলে ডাক পেয়েছেন ডেওয়াল্ড ব্রেভিস।

এর আগে চোটের কারণে বাংলাদেশ সফরের স্কোয়াড থেকে ছিটকে গেছেন নান্দ্রে বার্গার। পিঠের চোটের কারণে আসন্ন এই সিরিজে খেলবেন না তিনি। তাঁর বদলে দলে আছেন লুঙ্গি এনগিডি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের আসন্ন এ সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে আগামী ২১ অক্টোবর, মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি, আর দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ২৯ অক্টোবর, ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি ক্রিকেট স্টেডিয়ামে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here