বাংলাদেশ-সাউথ আফ্রিকা সিরিজের সূচি

0
770

খবর ৭১: গতকাল (বৃহস্পতিবার) অজিদের সঙ্গে বহুল আলোচতি সিরিজ শেষ করলো মুশফিক বাহিনীরা। অজি মিশন শেষে এবার টাইগাররা উড়াল দেবে আফ্রিকা মিশনে। সেপ্টেম্বর ও অক্টোবরে প্রোটিয়াদের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সিরিজ খেলবেন মাশরাফি-মুশফিকেরা। সিরিজের প্রথম টেস্ট শুরু আগামী ২৮ সেপ্টেম্বর। তার আগে ২১-২৩ সেপ্টেম্বর স্বাগতিকদের বিরুদ্ধে তিনদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

আগামী ৯ সেপ্টেম্বর (শনিবার) সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টেস্ট ও ওয়ানডে সিরিজের ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটা থেকে। প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত দশটায়। আর দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায়।

বাংলাদেশ-সাউথ আফ্রিকা সিরিজের ফিকশ্চার

তারিখ ম্যাচ ভেন্যু বাংলাদেশ সময়
২১-২৩ সেপ্টেম্বর, ২০১৭ প্রস্তুতি ম্যাচ বেনোনি দুপুর ২টা
২৮ সেপ্টেম্বর-২ অক্টোবর, ২০১৭ প্রথম টেস্ট পোচেফস্ট্রুম দুপুর ২টা
৬-১০ অক্টোবর, ২০১৭ দ্বিতীয় টেস্ট ব্লোয়েমফন্টেইন দুপুর ২টা
১২ অক্টোবর, ২০১৭ প্রস্তুতি ম্যাচ ব্লোয়েমফন্টেইন দুপুর ২টা
১৫ অক্টোবর, ২০১৭ প্রথম ওয়ানডে কিম্বার্লি দুপুর ২টা
১৮ অক্টোবর, ২০১৭ দ্বিতীয় ওয়ানডে পার্ল দুপুর ২টা
২২ অক্টোবর, ২০১৭ তৃতীয় ওয়ানডে ইস্ট লন্ডন দুপুর ২টা
২৬ অক্টোবর, ২০১৭ প্রথম টি-টোয়েন্টি ব্লোয়েমফন্টেইন রাত ১০টা
২৯ অক্টোবর, ২০১৭ দ্বিতীয় টি-টোয়েন্টি পোচেফস্ট্রুম সন্ধ্যা সাড়ে ৬টা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here