পাচার হওয়া টাকা আনতে যুক্তরাজ্যের সহযোগিতায় চায় বিএনপি

0
54

আওয়ামী লীগ সরকারের শাসনামলে যুক্তরাজ্যে পাচার হওয়া টাকা ফেরত আনতে দেশটির সহযোগিতা চেয়েছে বিএনপি। বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

সোমবার (২৬ আগস্ট) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকে এই আশ্বাস দেন তিনি।

ঘণ্টাব্যাপী বৈঠক শেষে স্থায়ী আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘দ্বি-পাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। কত তাড়াতাড়ি আমরা নির্বাচনের দিকে যাচ্ছি সেই আলোচনাও আসছে। আগামী দিনে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের যে বিভিন্ন ব্যবসা-বাণিজ্য এবং ব্যবসা-বাণিজ্যের বাইরেও যে সম্পর্কগুলো আছে সেগুলোকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, ‘বাংলাদেশে থেকে ইউকে যে টাকাগুলো পাচার হয়েছে… আপনারা জানেন, ইউকে একটা বড় অংশ পাচার হয়েছে… অনেকের নামও এসেছে এই ব্যাপারে, এই টাকাগুলো ফেরত আনার ব্যাপারে ইউকের ভূমিকা ও সহযোগিতার কথা আলোচনা হয়েছে। ইউকের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার কথা বলা হয়েছে।

তিনি বলেন, ‘বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা একটি নির্বাচিত সরকারে যাওয়া ও একটি জবাবদিহি সরকার বাংলাদেশ আসার ব্যাপারটি তারা (যুক্তরাজ্য) জানতে চেয়েছে কত তাড়াতাড়ি সম্ভব… এই বিষয়টি জানতে চেয়েছে।

আমির খসরু বলেন, আমাদের পক্ষ থেকে যেটা স্বাভাবিকভাবে পুরো আন্দোলনে যে, হতাহত হয়েছে… বিগত দিনে ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের যে সংখ্যা যেটার বিষয়ে আলোচনা হয়েছে। একই সাথে ১৫/১৬ বছরে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন, হত্যা, মিথ্যা মামলা সে বিষয়গুলো আলোচনা হয়েছে। এসবের পরিপ্রেক্ষিতে বিচারের বিষয়টাও আলোচনা এসেছে। জাতিসংঘের পক্ষ থেকে ডেলিগেশন আসছে এই বিষয়টা আমরা কীভাবে এ্যাডরেস করছি তা জানতে চেয়েছে, দেশের ভেতরে বিচারের বিষয়টা তারা জানতে চেয়েছে।

বিএনপি মহাসচিবের বৈঠকে আমির খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, কেন্দ্রীয় নেতা শ্যামা ওবায়েদ ও তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here