সাবেক আইনমন্ত্রীসহ তিন এমপির ব্যাংক হিসাব স্থগিত

0
19

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ সাবেক তিন সংসদ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এই সিদ্ধান্ত জানিয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এসব হিসাবের লেনদেন স্থগিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

তারা হলেন- আওয়ামী লীগ নেতা জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনের মির্জা আজম, সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) এর জান্নাত আরা হেনরী এবং ময়মনসিংহ-১০ (গফরগাঁও) এর সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাহমী গোলন্দাজ বাবেল।

বিএফআইইউর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, লেনদেন স্থগিত থাকবে আগামী ৩০ দিন। প্রয়োজনে এই সময় বাড়ানো হতে পারে। এছাড়া এই নির্দেশনার আওতায় মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯-এর ২৬ (২) ধারা প্রযোজ্য হবে।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে হিসাব খোলার ফরম, কেওয়াইসি (কাস্টমার ডিউ ডিলিজেন্স) তথ্য, এবং লেনদেন বিবরণী ৫ কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here