আন্দোলন মোকাবিলায় ব্যর্থ, ভেঙে দেওয়া হলো আ.লীগের ২৭ ইউনিট কমিটি

0
52

আন্দোলন মোকাবিলায় ব্যর্থ ও নিষ্ক্রিয়তার দায়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অধিভুক্ত তিন থানার বিভিন্ন ওয়ার্ডের মোট ২৭টি ইউনিট কমিটি ভেঙে দেওয়া হয়েছে৷

বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়৷

ঢাকা-১৩ আসনের মোহাম্মদপুর, আদাবর ও শেরে বাংলা নগর থানার বিভিন্ন ওয়ার্ড নেতাদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৫ ঘণ্টাব্যাপী এ সভা চলে।

এতে উপস্থিত ছিলেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

সভা শেষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান কমিটি ভেঙে দেওয়ার বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেন।

তিনি বলেন, আন্দোলনে, সংগ্রামে আমরা তাদের পাচ্ছি না। অনেকেই নিষ্ক্রিয়। তাই আমরা মোট ২৭টি ইউনিট কমিটি ভেঙে দিয়েছি।

এর আগে, গত বৃহস্পতিবার ও শুক্রবার ঢাকা-১৩ আসনের অন্তর্ভুক্ত বিভিন্ন এলাকায় ক্ষমতাসীন দলের স্থানীয় কার্যালয়ে হামলা হয়৷ এ সময় দলীয় নেতাকর্মীদের দেখা যায়নি৷ এমনকি দলীয় নির্দেশ থাকলেও ওয়ার্ডে ওয়ার্ডে নেতাকর্মীদের অবস্থান দেখা যায়নি৷ সাংগঠনিক দূর্বলতায় সরকার বিরোধীরা আধিপত্যের সুযোগ পেয়েছিলেন বলে মনে করেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। এমনকি সকল ইউনিটের দায়িত্বপ্রাপ্ত সভাপতি-সাধারণ সম্পাদকেরা আন্দোলন মোকাবিলায় সরাসরি অংশ নেননি বলেও অভিযোগ ওঠে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here