মোবাইল গ্রাহক বেড়েছে ১৩.৬ লাখ

0
88

মে মাসে দেশের চার মোবাইল নেটওয়ার্ক অপারেটর ১৩.৬ লাখ নতুন গ্রাহক পেয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। অন্যদিকে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ২৬.৯ লাখ।

মে মাসে মোট মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা বেড়ে ১৯.৫১ কোটি হয়েছে। এপ্রিলে গ্রাহক ছিল ১৯.৩৭ কোটি। দেশের চার মোবাইল ফোন অপারেটরেরই গ্রাহক বেড়েছে।

এদের মধ্যে বৃহত্তম মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ৮.৪০ কোটি থেকে বেড়ে ৮.৪৯ কোটিতে উন্নীত হয়েছে। আর রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিটকের গ্রাহক সংখ্যা ২০ হাজার বেড়ে মোট গ্রাহক ৬৫.৭ লাখে পৌঁছেছে।

এদিকে রবি আজিয়াটার গ্রাহক ৫.৮৫ কোটি থেকে বেড়ে ৫.৮৯ কোটি হয়েছে, আর বাংলালিংকের গ্রাহক সংখ্যা আগের মাসে অনেকটা বেড়ে ৪.৪৭ কোটিতে উন্নীত হয়েছে।

বিপুলসংখ্যক মানুষ একাধিক মোবাইল সিম ব্যবহার করেন, তাই মোট গ্রাহকসংখ্যা দেশের জনসংখ্যাকে ছাড়িয়ে গেছে।

বাংলাদেশ মোবাইল টেলিকম অপারেটর অ্যাসোসিয়েশন বলছে, ৪০ শতাংশের বেশি মানুষ মোবাইল নেটওয়ার্ক সংযোগের বাইরে রয়ে গেছে।

ইন্টারনেট ব্যবহারকারীর পরিপ্রেক্ষিতে, মে মাসে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়ে ১২.৭৮ কোটি হয়েছে, যা এপ্রিলে ১২.৫২ কোটি ছিল।

স্থায়ী ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১.৩৪ কোটিই রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here