বলিভিয়ায় সামরিক অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ, অভিযুক্ত জেনারেল গ্রেপ্তার

0
29

লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় সামরিক বাহিনীর একাংশের অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হয়েছে। বুধবার দেশটির রাজধানী লা পাজে প্রেসিডেন্টের বাসভবনে হামলার চেষ্টা করে সামরিক বাহিনীর একটি অংশ। তবে এর কয়েক ঘণ্টার মধ্যেই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া এক জেনারেলকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। এতে দেশটিতে সামরিক অভ্যুত্থানের চেষ্টা শেষপর্যন্ত ব্যর্থ হয় বলে জানিয়েছে অনলাইন বিবিসি।

এতে বলা হয়, দেশটিতে সামরিক অভ্যুত্থানের চেষ্টায় বিদ্রোহী সামরিক বাহিনীর একটি অংশ সাঁজোয়া যান নিয়ে মুরিলো স্কয়ারে অবস্থান নেয়। ওই স্কয়ারে সরকারি গুরুত্বপূর্ণ বিভিন্ন বাসভবন রয়েছে। পরে অভ্যুত্থানকে প্রতিহত করতে তৎপর হয় দেশটির পুলিশ বাহিনী। তারা অভ্যুত্থানের সঙ্গে জড়িত এক জেনারেলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া জেনারেলের নাম জুয়ান জোসে জুনিগা। তিনি বলিভিয়ার গণতন্ত্র পুনর্গঠনের ঘোষণা দিয়েছিলেন। দেশটির বর্তমান প্রেসিডেন্ট লুইস আর্সকে সম্মান করলেও বলিভিয়ার সরকারে পরিবর্তনের চেষ্টা করেছিলেন ওই জেনারেল।

তার নির্দেশে বুধবার রাজধানীর বিভিন্ন সরকারি বাসভবনের সামনে সাঁজোয় যান এবং ভারী অস্ত্র নিয়ে অবস্থান নেয় সেনাবাহিনীর একটি অংশ। তবে এই অভ্যুত্থান ব্যর্থ হয়েছে।

এদিকে এই অভ্যুত্থানের প্রচেষ্টার নিন্দা করেছেন দেশটির প্রেসিডেন্ট আর্স। তিনি জনগণকে গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ এবং সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আমরা বলিভিয়ার জীবন কেড়ে নেওয়ার জন্য আবারও অভ্যুত্থানের প্রচেষ্টার অনুমতি দিতে পারি না। নিজ বাসভবনে একটি টেলিভিশনে জনগণকে উদ্দেশ করে এসব কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।

তার ভাষণের পর গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীরা সরকারের সমর্থনে রাস্তায় নেমে আসে। প্রেসিডেন্ট নতুন করে সামরিক প্রধান নিয়োগের কথা জানিয়েছেন। এর আগে বলিভিয়ার সাবেক নেতা ইভো মোরালেসের প্রকাশ্যে সমালোচনার প্রেক্ষিতে জেনারেল জুনিগাকে বরখাস্ত করা হয়েছিল। এরপরই দেশটিতে সামরিক অভ্যুত্থানের চেষ্টা করেছেন ওই জেনারেল। দেশটির সাবেক নেতা মোরালেসও এই অভ্যুত্থান প্রচেষ্টার নিন্দা জানিয়েছেন। জেনারেল জুনিগা এবং তার সমর্থকদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনার আহ্বানও জানান দেশটির সাবেক ওই নেতা। এরইমধ্যে পাবলিক প্রসিকিউটর অফিস ফৌজদারি অপরাধের তদন্ত শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here