ইসরায়েলকে রাফায় অভিযান বন্ধের নির্দেশ দিল আইসিজে

0
110

গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা নগরীতে ইসরায়েলকে সামরিক অভিযান বন্ধ করতে হবে বলে রায় দিয়েছে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে)।

একইসঙ্গে নির্দেশ অনুযায়ী পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে অগ্রগতির বিষয়েও এক মাসের মধ্যে ইসরায়েলকে আদালতে রিপোর্ট করার আদেশ দিয়েছে আইসিজে।

আইসিজে এর আদেশ মানার আইনি বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু বাস্তবিক পক্ষে আদালত আদেশ মানতে বাধ্য করতে পারে না।

আইসিজে’র বিচারক সালাম শুক্রবার রাফায় ইসরায়েলের অভিযান বন্ধের রায় দিয়ে বলেছেন, সেখানকার বর্তমান পরিস্থিতিতে গাজার মানুষদের আশু ক্ষতি হওয়ার অনেক বেশি ঝুঁকি রয়েছে।

গাজার পরিস্থিতির আরও অবনতি ঠেকাতেই আইসিজে-এর এই আদেশ। ইসরায়েলকে কয়েকদফা আদেশ দিয়েছে আদালত। এগুলো হল-

• রাফায় অভিযান বন্ধ করা

• গাজায় মানবিক ত্রাণ ঢুকতে দেওয়ার জন্য মিশরের সঙ্গেকার রাফা সীমান্ত ক্রসিং খুলে দেওয়া

• গাজায় তদন্তকারীদের প্রবেশ নিশ্চিত করা এবং সত্যানুসন্ধান মিশনের দ্বার খুলে দেওয়া

• এই সমস্ত পদক্ষেপ নেওয়ার বিষয়ে অগ্রগতির রিপোর্ট এক মাসের মধ্যে আদালতকে দেওয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here