পাঁচ লাখ টন ধান ও ১২ লাখ টন চাল কেনা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, ধান কেনা হবে ৩২ টাকা কেজি দরে। তবে ১২ লাখ টনের মধ্যে সিদ্ধ চাল কেনা হবে ১১ লাখ টন। বাকি ১ লাখ টন কেনা হবে আতপ চাল।
আজ মঙ্গলবার (৭ মে) নিজ কার্যালয়ে খাদ্যমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সিদ্ধ চাল কেনা হবে ৪৫ টাকা কেজি দরে। আপত চাল কেনা হবে ৪৪ টাকা কেজিতে।
এদিকে ধান আর চাল ছাড়াও ৫০ হাজার টন গম কেনার কথাও জানিয়েছেন খাদ্যমন্ত্রী। তিনি বলেন, ৩৪ টাকা দরে প্রতিকেজি গম কেনা হবে।