এবার ঈদুল ফিতর এবং বাংলা নববর্ষের ছুটি মিলিয়ে টানা ছয়দিনের ছুটি পাচ্ছেন সংবাদকর্মীরা। আগামী ৯ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টানা ছুটি ভোগ করবেন সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা।
আজ শনিবার সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়। নোয়াবের সিদ্ধান্ত অনুযায়ী, ৯ থেকে ১৪ এপ্রিল পত্রিকা প্রকাশিত হবে না।
এর মধ্যে ৯ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত ঈদুল ফিতরের ছুটি এবং ১৪ এপ্রিল বাংলা নববর্ষের সরকারি ছুটি।
এর আগে টানা ছয় দিনের ছুটি কখনো পাননি সংবাদপত্রের সঙ্গে যুক্তরা। ফলে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।