প্রথমবারের মতো মিস ইউনিভার্সে সৌদি আরব

0
93

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নিচ্ছে সৌদি আরব। এবার দেশটি থেকে প্রতিনিধিত্ব করবেন রুমি আলকাথটানি।

ইনস্টাগ্রামে রুমি লিখেছেন, ২০২৪ সালের মিস ইউনিভার্সের মতো সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতে পেরে নিজেকে গর্বিত লাগছে। কারণ সৌদি আরবের জন্য এমন অভিজ্ঞতা এবারই ইতিহাসে প্রথম হতে যাচ্ছে।

নিজের লেখার সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন রুমি। ছবিতে দেখা যাচ্ছে, রুপালি রঙে স্পার্কেল ডিজাইনের পোশাকে সাদা পরীর লুকে দাঁড়িয়ে হাতে সৌদি আরবের পতাকা ধরে রেখেছেন তিনি।

আলকাহতানির বয়স ২৭ বছর। পেশায় মডেল তিনি। অনলাইন ইনফ্লুয়েন্সার হিসেবেও খ্যাতি রয়েছে তাঁর। ইনস্টাগ্রামে ভেরিফায়েড অ্যাকাউন্টে আলকাহতানির ১০ লাখ অনুসারী রয়েছে।

সৌদি সুন্দরী রুমি আলকাথটানি এবারই প্রথম কোনো সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন না। আগেও অনেক প্রতিযোগিতাতেই তাকে অংশ নিতে দেখা গেছে। সর্বশেষ কয়েক সপ্তাহ আগে মিস অ্যান্ড মিসেস গ্লোবাল এশিয়ান ইন মালয়েশিয়ায় অংশ নিয়েছিলেন রুমি আলকাথটানি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here