সাদ এরশাদসহ ১০ নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

0
71

হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদসহ ১০ নেতাকে দলের সব পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। জাতীয় পার্টির (জাপা) একাংশের চেয়ারম‌্যান জিএম কাদের এ অব্যাহতি দেন।

বৃহস্পতিবার জাপার যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, চেয়ারম্যানের উপদেষ্টা এম এ কুদ্দুস খান, যুগ্ম মহাসচিব রাহগির আল মাহি সাদ এরশাদ, সাংগঠনিক সম্পাদক মাহমুদা রহমান মুন্নি, প্রাদেশিকবিষয়ক সম্পাদক খোরশেদ আলম খুশু, ধর্মবিষয়ক সম্পাদক এস এম আল জুবায়ের, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুজন দে, শারফুদ্দিন আহমেদ শিপু, শারমিন পারভীন লিজা, যুগ্ম প্রচার সম্পাদক শেখ মাসুক রহমান ও যুগ্ম মহিলাবিষয়ক সম্পাদক শাহনাজ পারভীনকে দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি দিয়েছেন।

উল্লেখ‌্য, জিএম কাদেরের নেতৃত্বাধীন জাপা থেকে অব‌্যাহতি দেয়ার আগেই দলটির প্রধান পৃষ্ঠপোষক ও সাবেক বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদের নেতৃত্বে গঠিত জাপার অপর অংশে যোগ দিয়েছেন এসব নেতা। কাউন্সিলে সাদ এরশাদ ও সাহিদুর রহমান টেপা কো-চেয়ারম‌্যান নির্বাচিত হন। অন্য নেতারাও রওশন এরশাদের নেতৃত্বাধীন জাপার একাংশে বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here