এবার শিল্পী সমিতির নির্বাচনে লড়বেন মাহি

0
88

জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। এবাার তিনি জানিয়েছেন, আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটের লড়াইয়ে নামবেন বলেও এই চিত্রনায়িকা মাহিয়া মাহি। জানা গেছে, তিনি মিশা সওদাগর-মনোয়ার হোসেন ডিপজল নেতৃত্বাধীন প্যানেল থেকে নির্বাচন করবেন।

এদিকে মাহি নির্বাচনে লড়ার বিষয়টা এখনও গোপন রাখার চেষ্টা করছেন। কোন পদে প্রার্থী হবেন তিনি, সেটা এখনও স্পষ্টভাবে জানাননি। তবে চলচ্চিত্রপাড়ায় গুঞ্জন, মাহি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।

উল্লেখ্য, শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তে আগামী ১৯ এপ্রিল (শুক্রবার) নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হয়েছিল। সে অনুযায়ী তফশিল ঘোষণা করা হয়। পরবর্তীতে কার্যনির্বাহী কমিটির মিটিং ছাড়াই নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করে শিল্পী সমিতির প্রধান নির্বাচন কমিশনার। ফলে শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্যানেল সাজাতে ব্যস্ত হয়ে পড়েছেন সম্ভাব্য প্রার্থীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here