টাঙ্গাইল-৭ আসনে স্বতন্ত্র প্রার্থী মন্টুর প্রচারণায় ব্যাপক সাড়া

0
593

নিজস্ব প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের টাঙ্গাইল-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী ও মির্জাপুর উপজেলা পরিষদের তিনবারের সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুর নির্বাচনী প্রচারণায় ব্যাপক সাড়া দিয়েছেন এলাকাবাসী। ট্রাক মার্কা প্রতীক নিয়ে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন প্রার্থী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। পারিবারিক ঐতিহ্য ও স্বচ্ছ রাজনৈতিক ইমেজ থাকায় আওয়ামী লীগের সিংহভাগ নেতাকর্মী তাকে সমর্থন দিচ্ছেন। স্থায়ী আওয়ামী লীগের নেতাকর্মীরা ট্রাক মার্কার জয় নিশ্চিত করতে চালিয়ে যাচ্ছেন বিরামহীন পথসভা, উঠান বৈঠক, মিছিল মিটিং। সরজমিনে গিয়ে দেখা যায়, এনায়েত হোসেন মন্টু যেখানেই পথসভা করেছেন সেখানেই মানুষের ঢল নেমেছে।


গতকাল মির্জাপুরে ৪ নং ওয়ার্ডে এক নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়। পথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মীর এনায়েত হোসেন মন্টুর ছোট ছেলে মীর মঈন হোসেন রাজীব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর, ও মহিলা কাউন্সিলরসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। অনুষ্ঠানে ট্রাক মার্কার জয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধে থেকে কাজ করার ঘোষণা পুনর্ব্যক্ত করা হয়। পথ সভায় বক্তরা বলেন, মির্জাপুরের গণমানুষের নেতা মীর এনায়েত হোসেন একজন সৎ মানুষ। সেই সাথে তিনি একজন কর্মীবান্ধব নেতা। তার জয় মানেই মির্জাপুরবাসী জয়। দিনভর প্রচারণায় নানা শ্রেণী পেশার ভোটারদের কাছে নির্বাচনের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। আশাবাদ ব্যক্ত তার ছোট ছেলে মীর মঈন হোসেন রাজীব বলেন, আগামী ৭ জানুয়ারী মির্জাপুরের জনগণ ট্রাক মার্কা ভোট দিয়ে তাদের প্রিয় নেতা এনায়েত হোসেন মন্টুকে নির্বাচনে জয়ী করে তাদের সেবা করার সুযোগ দেবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here