কারো নিষেধাজ্ঞার তোয়াক্কা আমরা করি না: ওবায়দুল কাদের

0
137

খবর ৭১: আওয়ামী লীগের শান্তি সমাবেশ থেকে ভিসানীতি ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বার্তা দিয়ে দিচ্ছি, কারো নিষেধাজ্ঞার তোয়াক্কা আমরা করি না। সোমবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আজমপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ জনগণের শক্তিতে বিশ্বাস করে। কারো ভিসানীতি- নিষেধাজ্ঞার পরোয়া আমরা করি না। বাংলাদেশ স্বাধীন করেছি কারো নিষেধাজ্ঞার পরোয়া করার জন্য নয় বা কারো নিষেধাজ্ঞা মানার জন্য নয়।
যুক্তরাষ্ট্রের উদ্দেশে তিনি আরও বলেন, আমার নির্বাচন আমি করব। তুমি কে? সাত সমুদ্র তেরো নদীর পাড় থেকে আটলান্টিকের ওপার থেকে নিষেধাজ্ঞা দেবে, এই দেশ গ্যাবনের আলি বোঙ্গোর দেশ নয়। তিনি বলেন, যদি বিএনপি সঠিক পথে না আসে তাহলে এই জনগণকে সঙ্গে নিয়ে আমরা বিএনপির অপরাজনীতির কালো হাত গুড়িয়ে দেব। তাদের কালো হাত ভেঙে দেব। আগামী মাসে খেলা হবে। আর আসল খেলা বা ফাইনাল খেলা হবে জানুয়ারির প্রথম সপ্তাহে। এসময় নেতাকর্মীদের কাদের বলেন, বিএনপি যদি অস্ত্র নিয়ে এলে হাত ভেঙে দিতে হবে। আর আগুন নিয়ে এলে হাত পুড়িয়ে দিতে হবে। যেমন কুকুর তেমন মুগুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here