ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস অপু বিশ্বাসের

0
161

খবর ৭১: ঢালিউড ‘কুইন’ খ্যাত চলচ্চিত্র নায়িকা অপু বিশ্বাস। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সরব এই নায়িকা। সোমবার (১৮ সেপ্টেম্বর) ফেসবুক এক আগেবঘন স্ট্যাটাস দিয়েছেন তিনি। তিন বছর আগে আজকের এই দিনেই মা’কে হারিয়েছিলেন অপু।

মায়ের তৃতীয় প্রয়াণ দিবসে তার কথা স্মরণ করে তিনি লেখেন, ‘দেখতে দেখতে তিন বছর তোমাকে ছাড়া কাটিয়ে দিলাম মা জানিনা আরো কতদিন তোমাকে ছাড়া থাকতে হবে। অনেক কিছুই জানো না তুমি, বিশ্বাস করো ভালো লাগেনা, তবে তুমি যে অনেক কিছু জানো না,তোমার বিশ্বাস নিয়ে ওপারে আছো, তা নিয়ে অনেক খুশি আমি। জানো মা একদিন এই সেপ্টেম্বর মাসটা আমার কাছে অনেক আনন্দের ছিল কারণ এই মাসে আমি মা হয়েছি। ‘

তিনি আরও লেখেন, ‘আবার এই মাসে আমার মাকে হারিয়েছি আবার এই মাসটা আমার এবং তোমার প্রাণের জয়ের অনেক কিছু? সেপ্টেম্বর মাসটা আসলে অনেক কিছুর জন্য অপেক্ষা করি। আমি জানি এগুলো কিছুই তুমি দেখছো না মা ফেসবুকে লিখতে আমার মোটেও ভালো লাগেনা তবে তোমাকে ভালোবেসে আমার মনের কিছু কথা সকল মাদের সাথে শেয়ার করলাম। ওপারে ভালো থেকো আমাকে এবং জয়কে অনেক আশীর্বাদ করো। ‘
গত ঈদে মুক্তি পেয়েছে অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’ সিনেমা। এছাড়াও খুব শীঘ্রই মুক্তির অপেক্ষায় আছে ‘ট্র্যাপ—দ্য আনটোল্ড স্টোরি’ নামের নতুন একটি সিনেমা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here