সাসের আরএমটি প্রকল্পের কর্ম এলাকা পরিদর্শন

0
120

সাতক্ষীরা(তালা) প্রতিনিধি:
সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) আরএমটি প্রকল্পের কর্ম এলাকা পরিদর্শন করেছেন পিকেএসএফ এর সিনিয়র মহাব্যাবস্থাপক ও আরএমটিপি’র প্রকল্প সমন্বয়কারী ড. আকন্দ মোঃ রফিকুল ইসলাম এবং ভ্যালু চেইন সেক্টর স্পেশালিষ্ট মোঃ ইব্রাহিম আলম।
শুক্রবার সকালে প্রকল্পের কর্ম তালা ও পাইকগাছা এলাকায় পরিদর্শন করে।
এ সময় উপস্থিত ছিলেন সাস এর নির্বাহী পরিচালক শেখ ইমান আলী, সহকারী পরিচালক এমএফ, একেএম গোলাম ফারুক, এসইপি প্রোজেক্ট কো-অর্ডিনেটর খান মোঃ শাহ আলম, আরএমটিপির ফোকাল বিএম হাবিবুর রহমান সহ প্রকল্পের ভিসিএফ, এমএন্ডই, ফিন্যান্স অফিসার ও এভিসিএফবৃন্দ।
ভিজিটরবৃন্দ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম বিকল্প কর্মসংস্থান, মৎস্য সেবা ও পরামর্শ কেন্দ্র, আড়তের মান উন্নয়ন, কালো সৈনিক পোকা, আধা নিবিড় পদ্ধতিতে নিরাপদ মৎস্য চাষ, প্রোবায়োটিক জোন, দ্রুত বর্ধনশীল হালদা নদীর ও জি-৩ রুই মাছ চাষের ফিল্ড ভিজিট করেন।
ভিজিট পরবর্তী সকলে একটি মৎস্য উৎপাদনকারী দলের সদস্যদের সাথে মতবিনিময় করেন। পিকেএসএফ এর প্রতিনিধিবৃন্দরা আরএমটিপি’র কর্মকান্ড দেখে সন্তোষ প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here