২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১২ জনের মৃত্যু

0
152

খবর ৭১: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১২ জনের মৃত্যু দেখলো দেশ। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে ৭৯০ জনের মৃত্যু হলো। আর চলতি সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত এডিস মশাবাহিত এ রোগে মৃত্যু হলো ১৯৭ জনের।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে আজ শুক্রবার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে ঢাকায় চারজন ও ঢাকার বাইরে আটজন মারা গেছেন। এ সময় ডেঙ্গু নিয়ে ২ হাজার ১২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৮৪৩ জন এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোয় ১ হাজার ২৮৬ নতুন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬১ হাজার ৯৬৪ জন। তাঁদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭১ হাজার ৫০৩ ও ঢাকার বাইরে ৯০ হাজার ৪৬১ জন রয়েছেন।
এর আগে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছিল গত বছর ২৮১ জন। এ ছাড়া ডেঙ্গুতে ২০১৯ সালে মৃত্যু হয়েছিল ১৭৯ জনের। ২০২০ সালে ৭ জন এবং ২০২১ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় ১০৫ জনের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here