উজ্জ্বল রায়,.নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে ডিবি পুলিশের অভিযানে সাড়ে ৮ হাজার ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার দুইজন নড়াইলে ৮৫২০ পিচ ইয়াবাসহ দুই মাদক বাবসায়ীকে গ্রেফতার করেছে জেলা ডিবি
পুলিশ। উজ্জ্বল রায়,.নড়াইল জেলা প্রতিনিধি. জানান, শনিবার (৯ সেপ্টেম্বর) বিকালে পুলিশ সুপারের কার্যালয় থেকে এসব তথ্য জানান সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা। পুলিশ কর্মকর্তারা জানান, গতকাল শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে পুলিশ পরিদর্শক মো: সাজেদুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই জয়দের কুমার বসু এর নেতৃত্বে এসআই/ অপু মিত্র এএসআই সেলিম মুন্সি, এএসআই নাহিদ নিয়াজসহ ডিবির একটি চৌকস দল মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। রাত ৯টার দিকে ভওয়াখালীর রেহেনা পারভীনের ৪ তলা বিল্ডিং এর চারপাশ ঘেরাও করে ডিবি
পুলিশ। স্থানীয় আশেপাশের লোকজনসহ ঘটনাস্থল থেকে সাজিব শেখ (২৩) এবং নাজমুল শেখ (৪০) কে ডিবি পুলিশের টিম তাদেরকে আটক করে। গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশ নড়াইল পৌর এলাকার ভওয়াখালী এলাকায় এক বিল্ডিংএ ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানকালে দুইজনকে গ্রেফতার করা হয়।
এ সময় ওই ঘরে বিক্রয়ের উদ্দেশ্যে তাদের কাছে থাকা ৮৫২০ পিচ কমলা রংয়ের ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামীরা হলো নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের পাটেশ্বরী গ্রামের মৃত সাব্বির শেখের ছেলে সাকিব শেখ (২৩), একই উপজেলার সালামাবাদ ইউনিয়নের বিলাউজ গ্রামের সনুর শেখ ছেলে নাজমুল শেখ (৪০)। আরও জানান, এসব মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকা হতে অজ্ঞাতনামা আসামীদের সহায়তায় সংগ্রহ করে অত্র জেলাসহ আশেপাশের বিভিন্ন জেলায় বিক্রয় করে আসে। অত্র ঘটনায় নড়াইল সদর থানায় মাদকদ্রব্য আইনে ধৃত আসামীদের বিরুদ্ধে একটি মাদক মামলা করা
হয়েছে।
নড়াইলে ডিবি পুলিশের অভিযানে সাড়ে ৮ হাজার ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
নড়াইলে র্যাব’র অভিযানে ২ হাজার ২৮০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার দুইজন। নড়াইলের লোহাগড়া পৌরসভার লোহাগড়া বাজার এলাকা থেকে ২ হাজার ২৮০ পিচ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ দু’জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। গ্রেপ্তারকৃত দু’জন মাদক ব্যবসায়ীকে রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, মামলা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৯ সেপ্টেম্বর) গভীর রাতে র্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার বি এম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি অভিযানিক দল লোহাগড়া বাজার সংলগ্ন মিলন সরকারের বাড়িতে অভিযান চালিয়ে দু’জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃতরা হলেন পাংখারচর গ্রামের শহিদুল সর্দারের ছেলে রুবেল সর্দার (৩২) ও মৃতঃ বাবুল সর্দারের ছেলে শাহীন সরদারকে (৪৫) গ্রেফতার করে। পরে আটককৃতদের স্বীকারোক্তি মোতাবেক তাদের শয়ন কক্ষের তোষকের নিচ থেকে ২ হাজার ২৮০ পিচ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৬ লক্ষ ৮০ হাজার টাকা।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন ঘটনাটি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের রবিবার (১০ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।