সৈয়দপুরে স্বাচিপের কাউন্সিল অনুষ্ঠিত

0
162

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : সৈয়দপুরে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার তৃতীয় কাউন্সিল অধিবেশনে বীর মুক্তিযোদ্ধার সন্তান জনপ্রিয় চিকিৎসক ডা. একেএম খায়রুল বাশার মানিককে সভাপতি ও ডা. মাহবুবুল হক দুলালকে সাধারন সম্পাদক করে ২৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৫ সেপ্টেম্বর শহরের একটি হোটেলের মিলনায়তনে ওই কাউন্সিলর অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য বলেন সংগঠনটির কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ডা. মো. কামরুল হাসান মিলন। স্বাচিপের সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি ডা. শেখ নজরুল ইসলামের সভাপতিত্বে অধিবেশনে স্বাগত বক্তব্য বলেন সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মাহবুবুল হক দুলাল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন স্বাচিপ কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির, যুগ্ম -মহাসচিব ডা. সোহেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ডা. মোহাম্মদ জাবেদ ও ডা. কাজল কুমার কর্মকার, সদস্য ডা. নীহার রঞ্জন সরকার, স্বাচিপ দিনাজপুর জেলা সভাপতি ডা. মো. শহিদুল ইসলাম ও স্বাচিপ দিনাজপুরের আজীবন সদস্য ডা. মশিউর রহমান প্রমুখ। এর আগে অধিবেশনের শুরুতে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। পরে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন শেষে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে তৃতীয় কাউন্সিল অধিবেশনের উদ্বোধন করা হয়। সম্মেলনে বক্তারা সংগঠনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনাসহ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে শক্তিশালী করতে বিভিন্ন দিক নির্দেশনা দেন। পরে সকলের সম্মতিতে সংগঠনের সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার কার্যক্রম পরিচালনায় ২৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি ডা. প্রিয়ব্রত কর্মকার ও ডা. মো. মাহবুবুল আলম চৌধুরী, কোষাধ্যক্ষ ডা. মো. আনিছুল হক, যুগ্ম সম্পাদক ডা. মো. রাইসুল কবির ও ডা. তাওফিকুল হাসান রকি,সাংগঠনিক সম্পাদক ডা. মো. মিজানুর রহমান, দপ্তর সম্পাদক ডা. মেহজাবিন মজিদ (মুমু), প্রচার সম্পাদক ডা. রাফি বাশার,বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা.মিনহাজ উদ্দিন রাজিব,গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ডা.সুলতানা নাসেরা (তুলি),সমাজ কল্যাণ সম্পাদক ডা.মাসুম আল আরেফিন, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ডা. ওয়াসিম বারি (জয়), দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ডা. রাবেয়া আমীর ভ্রমর। কমিটির কার্যকরী সদস্যরা হলেন-ডা.শেখ নজরুল ইসলাম, ডা. শাহ মো. মতিয়ার রহমান, ডা. ষষ্ঠী চরণ চক্রবর্তী, ডা. মুহাম্মদ এনামুল হক,ডা. লায়লা আরজু শেখ,ডা. প্রভাষ চন্দ্র রায়, ডা. মো. রেজাউল হক রয়েল,ডা. নুর নাহার (নার্গিস), ডা. মোছা মাসুদা আফরোজ, ডা.শামীমা আক্তার (সোহাগী) ও ডা. মো. আরিফুল হক সোহেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here