এক দফা দাবিতে রাজধানীতে বিএনপির গণমিছিল শনিবার

0
111

খবর ৭১: আওয়ামী লীগ দলীয় সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্ববধায়ক সরকারের এক দফা দাবিতে শনিবার (৯ সেপ্টেম্বর) রাজধানীতে গণমিছিল করবে বিএনপি। বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ওইদিন বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিকেল তিনটায় আলাদাভাবে এ কর্মসূচি পালন করবে। যুগপৎভাবে এ কর্মসূচি পালন করতে এরই মধ্যে সমমনা দল এবং জোটের নেতাদেরকে বিএনপির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
এর আগে সবশেষ গত ১৮ আগস্ট এক দফা আন্দোলনের অংশ হিসেবে রাজধানীতে গণমিছিল করে বিএনপি। সেদিন বিকেল ৩টা থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আয়োজনে পৃথক দুটি গণমিছিল হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here