আর সময় নাই, এই সরকারকে যেতে হবে : মির্জা ফখরুল

0
143

খবর ৭১: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ শুক্রবার বিকেলে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য দিচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : এনটিভি
নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা ভারত কি বলল এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। আমাদের মানুষ কি বলছে এটা জানা দরকার। আমাদের মানুষ পরিষ্কার করে বলছে, বিদায় হও। আর সময় নাই। এই সরকারকে যেতে হবে।’ আজ শুক্রবার (৪ আগস্ট) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘এই সরকারের সময় শেষ হয়ে গেছে। দুর্নীতির অবশিষ্ট রাখেনি। সর্বস্তরে দুর্নীতি পৌঁছে দিয়েছে। আজকে যে সংকট এটা শুধু বিএনপির সংকট নয়। সমগ্র জাতির সংকট। দুর্বার আন্দোলন গড়ে তুলে এই দানব সরকারকে পরাজিত করতে হবে।’

বিএনপির নেতা হাবীব রহমান হাবীবের সাজার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘তাকে ৭০ বছর কারাদণ্ড দিয়েছে, তিনি ঘটনার সময় ঢাকায় ছিলেন। এদেশের মানুষ আপনাদেরও বিচার করবে। মিথ্যা মামলা দিয়ে আমাদের স্তব্ধ করতে পারবেন না।’

আওয়ামী লীগের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, ‘আহা কি মজা, নির্বাচন না করেই যদি ক্ষমতায় যাওয়া যায়, ক্ষমতায় থাকা যায়।’

নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘এবার মরণ কামড় দিতে হবে, সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে তাদের পরাজিত করতে হবে।’

বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদকে আটক প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘জামিন নেওয়ার পরও গ্রেফতার করে, কত বড় কাপুরুষ এরা। বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হলে একটাই পথ, এই সরকারকে সরাতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আসুন সবাইকে ঐক্যবদ্ধ করে সামনের দিকে এগিয়ে যাই।’

আজকে বিচারকদের প্রতি কিছু বলতে চাই এমনটা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘পবিত্র কোরআন শরীফে লেখা আছে, আল্লাহর কাছে সবচেয়ে বেশি জবাবদিহি করতে হবে বিচারককে। ন্যায়বিচার না করলে তাদেরকে আগে জবাবদিহি করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here