পাসপোর্ট জমা না রেখেই ভারতীয় ভিসার জন্য আবেদন করা যাবে

0
173

খবর ৭১: বাংলাদেশিরা কিছুদিন আগে খুব সহজেই ভারতীয় ভিসা পেলেও, বর্তমানে বেশ কাঠখড় পোড়াতে হচ্ছে। পূর্বে ভারতের ভিসা প্রসেস করতে ৫-৭ দিন সময় লাগতো। তবে বর্তমানে সময় লাগছে ৩০-৪০ দিন পর্যন্ত। এতে দীর্ঘদিন ভারতীয় ভিসা সেন্টারে আটকা পড়ছে পাসপোর্ট। এবার সেই ভোগান্তির লাগাম টানা হচ্ছে।

সম্প্রতি ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) জানিয়েছে, পাসপোর্ট জমা না রেখেই ভারতীয় ভিসার জন্য আবেদন করা যাবে। আজ (১১ জুলাই ২০২৩) থেকে ভারতীয় ভিসার জন্য আবেদন করার সময় চাইলে পাসপোর্ট ফেরত নিয়ে নেয়া যাবে।তবে ভিসা টোকেনে উল্লেখিত ডেলিভারীর সম্ভ্যাব্য সময়ের সাত দিন আগে আবার পাসপোর্ট আইভ্যাকে জমা দিয়ে আসতে হবে। এছাড়া ভিসা ভিসা প্রসেসিং ফি জমা দেবার সময় টাইম স্লট নির্বাচন করা যাবে। নির্বাচিত টাইম স্লটে ভারতীয় ভিসা কেন্দ্রে উপস্থিত হলে কম সময়ের মধ্যে ভিসার আবেদন জমা দেয়া যাবে।

ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)-এর বিজ্ঞপ্তি-

পাসপোর্ট জমা না রেখেই ভারতীয় ভিসার জন্য আবেদন করা যাবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here