শাকিব খানের এ কী হাল!

0
153

খবর৭১: আসন্ন ঈদে মুক্তি পেতে চলেছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। ইতোমধ্যে প্রকাশ পেয়েছে ‘প্রিয়তমা’য় শাকিবের ফার্স্ট লুক। যেটা নিয়ে আলোচনার রেশ না কাটতেই ৮০ বছরের এক বৃদ্ধের চেহারায় দেখা গেছে ঢাকাই সিনেমার শীর্ষ এই নায়ককে।

মঙ্গলবার বিকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘প্রিয়তমা’র একটি পোস্টার প্রকাশ করেছেন শাকিব। যেখানে ৮০ বছরের এক প্রবীণের চরিত্রে দেখা গেছে তাকে।

সেখানে ক্যাপশনে তিনি লিখেছেন, আছি তোমারই অপেক্ষায় . . .।

সিনেমার পোস্টারে দেখা গেছে, সাদাপাকা লম্বা চুল। সাদা পায়জামা-পাঞ্জাবি পরে বসে আছেন এক বৃদ্ধ। জীবন সায়াহ্নে এসে অপলক দৃষ্টিতে তাকিয়ে কী যেন খুঁজছেন। শাকিবের এই ছবি দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মাঝে তোলপাড়ের সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত রোমান্টিক অ্যাকশন ধাঁচের সিনেমা ‘প্রিয়তমা’ ছবিতে শাকিবের বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। সিনেমার কাহিনি প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here