পাইকগাছায় রোহিঙ্গাদের উপর হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

0
718

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ
মায়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা সম্প্রদায়ের বর্বরোচিত নির্যাতন, হত্যার প্রতিবাদে পাইকগাছায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পাইকগাছা উপজেলা পরিষদের সামনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উপজেলা শাখার সভাপতি আবু রায়হানের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন, চরমোনাই পীরসাহেব মনোনীত খুলনা-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওঃ গাজী নুর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, ইশা ছাত্র আন্দোলনের দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক আব্দুলাহ আল-নোমান, চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, বিএল কলেজ শাখার সভাপতি এমএ হাসিবুলাহ। বক্তব্য রাখেন, শেখ নাজমুল হুদা, মাওঃ বোরহান হোসেন, সাংবাদিক গাজী সালাম, মারুফ খলিফা, হাফেজ ইয়াসির, আব্দুল কুদ্দুস প্রমুখ। বক্তারা, মায়ানমারের অং সাং সুচিকে শান্তি নোবেল পুরস্কার প্রত্যাহারের জন্য জাতিসংঘের উপর আহবান জানিয়ে মুসলমানদের উপর এ অমানসিক হত্যা, নির্যাতন বন্ধে জোর দাবী জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here