খবর ৭১: পশ্চিম উগান্ডার একটি স্কুলের ছাত্রাবাসে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটে সাথে যুক্ত বিদ্রোহীদের হামলায় ৪০ জন নিহত হয়েছে। এদের অধিকাংশই ছাত্র। শনিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।
এমপন্ডওয়ের লুবিরিহা মাধ্যমিক বিদ্যালয়ে হামলার ঘটনায় আরও আটজন গুরুতর হয়েছেন।
শুক্রবারের হামলার জন্য ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো (ডিআরসি) ভিত্তিক উগান্ডার গ্রুপ অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেসকে দায়ী করা হয়েছে।
জাতীয় পুলিশের মুখপাত্র ফ্রেড এনাঙ্গা জানিয়েছেন, শুক্রবার স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিটের দিকে পশ্চিম উগান্ডার কাসেস জেলার স্কুলে এই হামলার ঘটনা ঘটে। স্কুলটিতে শিক্ষার্থীদের জন্য আবাসিক ব্যবস্থাও ছিল। প্রতিষ্ঠানটিতে ৬০ জনেরও বেশি শিক্ষার্থী ছিল। এদের অধিকাংশই ছাত্রাবাসে থাকতেন।
এডিএফ বিদ্রোহীরা একটি ছাত্রাবাস পুড়িয়ে দিয়েছে এবং ঘটনার সময় একটি খাবারের দোকানও লুট করা হয়
উগান্ডার সেনাবাহিনীর মেজর জেনারেল ডিক ওলুম গণমাধ্যমকে বলেছেন, কিছু ছেলেকে পুড়িয়ে বা কুপিয়ে হত্যা করা হয়েছে।