সৈয়দপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

0
710

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :
মাদক সংক্রান্ত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. বেলাল হোসেনকে (৭০) গ্রেফতার করেছে সৈয়দপুর থানা পুলিশ। শুক্রবার (১৬ জুন) সকালে তাঁকে আদালতের মাধ্যমে নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) সকালে সৈয়দপুর থানা পুলিশ গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা থানা পুলিশের সহযোগিতায় কুনিয়া তার গাছ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, নীলফামারী জেলার সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়ার মৃত রহিম উদ্দিনের পুত্র বেলাল হোসেন (৭০) ও মৃত আইয়ুবুজ্জামানের পুত্র মো. বদিউজ্জামানের (৬২) বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ি থানায় গত ২০১০ সালের ১০ মে বিশেষ ক্ষমতা আইনে মাদক সংক্রান্ত একটি মামলা হয়। ওই মামলায় তারা হাজতবাস খেটে জামিনে বেরও হয়। কয়েকবছর মামলাটি চলার পর আদালত গেল বছরের ৩১ অক্টোবর রায়ের দিন ধার্য্য করেন। কিন্ত সে সময় আদালতে উপস্থিত না থাকায় ঢাকা জেলা জজ আদালতের দ্রুত বিচার ট্রাইব্যুনাল -১ ও বিশেষ দায়রা জজ আদালতের সিনিয়র দায়রা জজ মো. রফিকুল ইসলাম উভয় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করেন। অনাদায়ে তাদের প্রত্যেককে আরও তিনমাস করে কারাদন্ডের আদেশ দেন। একইসঙ্গে পলাতক ওই দুই আসামিকে গ্রেফতার করে রায় কার্যকর করার নির্দেশ দেন পুলিশের প্রতি। পরে আসামিদের গ্রেফতারে আদালতের পরোয়ানা আসে সৈয়দপুর থানায়। পরোয়ানা পেয়ে আদালতের নির্দেশনা তামিল করতে থানা পুলিশের এসআই মো. আহসান হাবিব আসামিদের ধরতে সোর্স নিয়োগ করেন। সোর্সের দেওয়া সংবাদ পর্যবেক্ষণ করাসহ তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ জানতে পারে সে গাজিপুরের উল্লিখিত এলাকায় অবস্থান করছে। পরে সৈয়দপুর থানার এসআই মো. আহসান হাবিব ও এএসআই মাসুদ রানা বৃহস্পতিবার (১৫ জুন) সকালে গাজিপুর সিটি করপোরেশনের গাছা থানা পুলিশের সহযোগিতায় কুনিয়া তার গাছ এলাকা থেকে আসামি বেলাল হোসেনক গ্রেফতার করে। সৈয়দপুর থানার উপ- পরিদর্শক আহসান হাবিব জানান, তাকে শুক্রবার (১৬ জুন) সকালে নীলফামারী জেলহাজতে পাঠানো হয়েছে এবং পলাতক অন্য আসামি বদিউজ্জামানকে গ্রেফতারে চেস্টা অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here