ছেলের জন্যই কি ফের এক হলেন রাজ-পরীমনি

0
134

খবর৭১: ঢালিউড তারকা শরিফুল রাজ ও পরীমনির দাম্পত্য জীবনে ফের শুরু হয়েছিল কলহ। তাদের সংসারে ভাঙনের সুর, এমন কথা নিজেরাই জানিয়েছিলেন। ২৪ ঘণ্টার মধ্যে ডিভোর্সও চান রাজের কাছে পরীমণি- এমন কথাও বলেছেন তিনি। রাজ-পরীর ঘনিষ্ঠজনরা বলছেন, রাজ-পরীর বিচ্ছেদ শুধু সময়ের অপেক্ষা!

এরই মধ্যে তাদের একমাত্র সন্তান রাজ্যে ১০ মাস পূর্ণ করল। এ অনুষ্ঠানকে ঘিরে আবারো এক হলেন তারা! রোববার ভোরবেলা নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেছেন পরীমণি। সেই ভিডিওর ওপর ভিত্তি করে খবর প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা।

ভিডিওর ক্যাপশনে পরীমনি লেখেন- ‘আজ রাজ্যের দশ মাস পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ। মাসের দশ তারিখটা আমাদের জন্য অনেক স্পেশাল! ব্যাস এতটুকুই।’

ছেলের অনুষ্ঠানে তাদের বাড়িতে দেখা যায় পরীর নানা এবং তার বোনকে। যদিও পরীর অভিযোগ ছিল- তার নানার বাড়িতে থাকা নিয়ে রাজের নাকি আপত্তি রয়েছে। কিন্তু রোববার যে ভিডিও অভিনেত্রী দিয়েছেন তাতে কি দুজনে এক হয়ে গেলেন? নাকি আগামী দিনে রাজ-পরীমনির গল্প নতুন কোনো মোড় নেবে? আপাতত উত্তরের অপেক্ষায় অনুরাগীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here