বেনাপোল পৌর নির্বাচনে নৌকার মাঝি হলেন নাসির

0
108

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : অনেক জলপনা-কল্পনার অবসান ঘটিয়ে বহুল প্রত্যাশিত যশোরের বেনাপোল পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন বেনাপোল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।
দীর্ঘ ১২ বছর পর বেনাপোল পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এলাকার মানুষের মধ্যে বইছে আনন্দের বন্যা। এদিকে, গত শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামীলীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র পদে নাসির উদ্দিনকে দলীয় মনোনয়ন দেয়ায় দলীয় নেতাকর্মীসহ পৌরবাসীর মধ্যে দেখা দিয়েছে আরেক স্বস্থির আভাস। আগামী ১৭ জুলাই এ পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৩৮৫। এর মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৪৪ ও মহিলা ভোটার ১৫ হাজার ৩৪১ জন।
২০০৬ সালে বেনাপোল ইউনিয়নের ১১টি গ্রাম নিয়ে গঠিত হয় বেনাপোল পৌরসভার ৯টি ওয়ার্ড। তৎকালিন বিএনপি-জামায়াত শাসনামল থাকায় স্থানীয় জামায়াত-বিএনপির নেতৃবৃন্দের সমন্বয়ে পৌর প্রশাসক ও কাউন্সিলর নিয়োগ হয়। প্রায় ৫ বছর পর ২০১১ সালের ১৩ জানুয়ারি প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে বর্তমান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন মেয়র নির্বাচিত হয়েছিলেন।
প্রসঙ্গত, ২০১৫ সালের ১৩ জানুয়ারিতে ওই পরিষদের মেয়াদ উত্তীর্ণ হলেও আর কোন নির্বাচন অনুষ্ঠিত হয়নি। প্রথম শ্রেণির এ পৌরসভার নির্বাচন ঠেকাতে এলাকা নিয়ে মামলার কারণে নির্বাচন আটকে যায়।
২০২২ সালের ২৭ এপ্রিল স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৪২ এর সংশোধনক্রমে স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) আইন ২০২২ এর ধারা ৯ অনুযায়ী পৌর পরিষদ বিলুপ্ত ঘোষণা করে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here