মহানবীকে নিয়ে কটূক্তির জেরে মিরপুরে পুলিশ-জনতা সংঘর্ষ

0
159

খবর৭১: মহানবী হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় রাজধানীর মিরপুর ১৩ নম্বরে পুলিশ ও জনতার মধ্যে সংঘর্ষ হয়েছে। সোমবার সন্ধ্যার দফায় দফায় সংঘর্ষ হয়। তবে রাত ৯টায় এ প্রতিবেদন লেখার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী মো. তাজিব নামে এক যুবক বলেন, মিরপুর ১৩ নম্বরের কেন্দ্রীয় মন্দিরের সামনে এক বিকাশের দোকানদার অনেকদিন ধরেই বিভিন্ন সময়ে প্রকাশে মহানবীকে নিয়ে কটূক্তি করে আসছিলেন। পরে স্থানীয় লোকজন তাকে খোঁজ করলে তিনি পালিয়ে থাকেন। আবার মাঝেমধ্যে প্রকাশে এসে একই কাজ করে আবার পালিয়ে যান।

ওই ব্যক্তি ভয়ে বেশ কিছুদিন ধরে দোকানে আসেনি। সোমবার সন্ধ্যায় ওই ব্যক্তি দোকানে এসে আবার নবী করিম (সা.)কে নিয়ে ‘আপত্তিকর’ কথা বললে স্থানীয় শত শত লোক তাকে ঘেরাও করে। তখন পুলিশ এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে লোকজনের সঙ্গে পুলিশের তর্ক-বির্তক হয়।

পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে জনতা উত্তেজিত হয়ে পড়ে। এ সময়ে জনতা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারসেল, রাবার বুলেট নিক্ষেপ করে।

কাফরুল থানার পরিদর্শক (অপারেশন) মো. আব্দুল বাতেন ঢাকাটাইমসকে বলেন, এক ব্যক্তি মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করার কারণে সংঘর্ষের সূচনা হয়। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here