পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৫

0
118

খবর৭১: পাকিস্তানে একটি ভয়াবহ বিস্ফোরণে নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। ঠিক কী কারণে বিস্ফোরণটি হয়েছে তা জানা যায়নি।

বৃহস্পতিবার এক বিবৃতি দিয়ে হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে পুলিশ। খবর জিও টিভির।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের মুজাফফরগড় থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে পাঞ্জাবের কোট আদ্দুর দাইরা দিন পানাহ এলাকার একটি বাড়িতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহত পাঁচজনের মধ্যে তিনজনই নারী। যে বাড়িতে বিস্ফোরণটি হয়েছে, সেটির মালিক একটি জাংক-ইয়ার্ডে কাজ করেন। মূলত বিস্ফোরণের সময়ও বর্জ্য পদার্থ ঘাঁটাঘাঁটি করা হচ্ছিল। বিস্ফোরণের প্রকৃতি তদন্ত করা হচ্ছে।

স্থানীয়রা জানান, বিস্ফোরণের পর পরই পুলিশ দল ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো ঘটনাস্থলে পৌঁছায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here