এবার দিনের আলোতে কিয়েভে হামলা

0
102

খবর৭১: ইউক্রেনের রাজধানী কিয়েভে দিনের আলোতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। এর মাধ্যমে এই প্রথম দিনের আলোয় এমন হামলা চালানো হলো।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, সোমবার সকালে কিয়েভে অন্তত ১১টি বিস্ফোরণ শোনা গেছে। হামলায় অন্তত এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন শহরের মেয়র ভিটালি ক্লিটস্কো।

ইউক্রেনীয় বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত বলেছেন, শত্রুরা ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এস-৩০০ ও এস-৪০০ এর ক্ষেপণাস্ত্রও ব্যবহার করা হয়ে থাকতে পারে।

এর আগে কিয়েভে সোমবার ভোররাতে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তাদের স্থানীয় সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে। তবে হতাহতের ব্যাপারে প্রতিবেদনে কিছু বলা হয়নি।

সংবাদমাধ্যমটি বলছে, তাদের টিম মধ্য কিয়েভে প্রায় ছয়টি বিস্ফোরণের শব্দ শুনেছে। তবে এগুলো বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্র আটকানোর শব্দ নাকি ভূমিতে ক্ষেপণাস্ত্রের আঘাতের শব্দ- তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here