বীর মুক্তিযোদ্ধা একরামুল হককে রাষ্ট্রীয় মর্যাদার দাফন

0
210

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
সৈয়দপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরামুল হক আর নেই। বুধবার (২৪মে) রাত ১ টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্নালিল্লাহি…. রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এসময় উপজেলা প্রশাসনের পক্ষে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হান ও উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর পুলিশের একটি চৌকস দল গার্ড অনার প্রদান করেন। পরে উপজেলা ও পৌর আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়। এসময় নীলফামারী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, বাঙালিপুর ইউপি চেয়ারম্যান ডা. শাহজাদা সরকারসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। পরে তাঁকে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের নিজামের চৌপতি বড় বাড়ি পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি একরামুল হক মৃত্যুকালে স্ত্রী ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্বীয় স্বজন গুণগ্রাহি রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে নীলফামারী সদর আসনের সংসদ সদস্য ও সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোখছেদুল মোমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হান,উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, নারী ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু, সাধারন সম্পাদক মোজাম্মেল হকসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক সমবেদনা জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here