ওমানকে ২ গোলে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা

0
169

খবর ৭১: জুনিয়র এশিয়া কাপ হকিতে স্বাগতিক ওমানের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। মঙ্গলবার (২৩ মে) রাতে অনুষ্ঠিত ম্যাচে জুনিয়র টাইগারদের প্রথম লিড এনে দেন তাসিন আলী। ম্যাচের ২২ মিনিটে গোল করেন তিনি। দুই মিনিট পরেই ব্যবধান ২-০ করেন জাহিদ হাসান। দুটিই ছিল ফিল্ড গোল।
ম্যাচের প্রথম কোয়ার্টারে দুই দলের কেউই গোল করতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারে দুই মিনিটের ব্যবধানে দুই গোল করে বাংলাদেশ।এদিকে, তাসিন ও জাহিদ গোল করলেও ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশ জুনিয়র হকি দলের ফরোয়ার্ড রাকিবুল হাসান রকি।
তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে দুই দলই গোল করতে ব্যর্থ হয়। ফলে বাংলাদেশ ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ মালয়েশিয়া। আগামী বৃহস্পতিবার হবে ম্যাচটি।
ম্যাচ শেষে বাংলাদেশ দলের টিম লিডার মাহাবুবুল এহছান রানা বলেন, জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে পেরে আমরা খুশি। স্বাগতিকদের বিরুদ্ধে জেতা সব সময়ই কঠিন। ওমান সব সময়ই শক্ত প্রতিপক্ষ। তাদের বিরুদ্ধে আমাদের ছেলেরা ভালো খেলে রেজাল্ট বের করে এনেছে।
১০ জাতির এ আসরে ‘বি’ গ্রুপে বাংলাদেশ, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও স্বাগতিক ওমান রয়েছে। ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান, জাপান, থাইল্যান্ড ও চাইনিজ তাইপে অংশ নিচ্ছে।
উল্লেখ্য, ২০১৫ সালে দুইবার ওমানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেবার পুল পর্বের দেখায় জমজমাট লড়াইয়ের পর ৫-৪ গোলে জিতেছিল বাংলাদেশের যুবারা। পরে স্থান নির্ধারণী ম্যাচেও তারা শুট আউটে জিতেছিল ৩-২ ব্যবধানে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here