মদন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মহিউদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী

0
125

মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ মদন উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ মহিউদ্দিনের ১২ তম মৃত্যুবার্ষিকী আজ। পরিবারের পক্ষ হতে এ উপলক্ষে তাঁর নিজ এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসায় কোরআন খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

আলহাজ মহিউদ্দিন আহমেদ ছিলেন মদন উপজেলার একজন কীর্তিমান ব্যক্তিত্ব। তিনি অনগ্রসর মদন উপজেলার উন্নয়নে অনবদ্ধ ভুমিকা রেখেছিলেন। মদনের প্রতিটি উন্নয়নে রয়েছে তাঁর অনবদ্ধ ভুমিকা। মদনের সুবিশাল মহিউদ্দিন মার্কেটের অন্যতম প্রতিষ্টাতাও তিনি।
এই অনগ্রসর মদন জাতির শিক্ষার মান উন্নয়নে অনেক শিক্ষা প্রতিষ্টান প্রতিষ্টা ও প্রতিষ্টার জন্য উৎসাহ প্রদান করে গেছেন তিনি। অনেক মসজিদ, মাদ্রাসা প্রতিষ্টায় রয়েছে তাঁর অনবদ্ধ ভূমিকা।

তাঁর বড় পুত্র আলহাজ আল মাহবোব আলম আল আমিন মদন প্রেসক্লাবের সভাপতি ও ছোট পুত্র আলহাজ আল মনসুরুল আমল আরিফ বিসিআসি সার ডিলার সমিতি ও মহিউদ্দিন মার্কেট মালিক সমিতির সভাপতি। সমাজে সুশাসন প্রতিষ্টায় পিতার ন্যায় তাদের রয়েছে অনবদ্ধ ভূমিকা।

উল্লেখ্য, তিনি ২০১১ সালের এই দিনে বার্ধক্য জনিত কারণে মৃত্যু বরণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here