খবর ৭১: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্যসচিব রফিকুল আলম মজনুকে আটক করার অভিযোগ উঠেছে। রোববার (২১ মে) রাত পৌনে ১২টার দিকে গোয়েন্দা পুলিশ তাকে তুলে নিয়ে যায় বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার জানান, মজনুকে তার রাজধানীর শাহজাহানপুরের বাসা থেকে নিয়ে যাওয়া হয়েছে। মজনুকে তুলে নেওয়ার অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারের সময় শেষ হওয়ায় এখন মরণ কামড় দিচ্ছে। জনগণকে ভয় পাইয়ে দিতেই মজনুকে তুলে নেওয়া হয়েছে। কিন্তু গ্রেফতার নির্যাতন করে, নেতা-কর্মীদের তুলে নিয়ে কারাগার পূর্ণ করলেও সরকারের শেষ রক্ষা হবে না। কোনো ফন্দি ফিকির আর কাজে আসবে না।’ তিনি অবিলম্বে রফিকুল আলম মজনুর নিঃশর্ত মুক্তি দাবি করেন।