খবর ৭১: কুষ্টিয়ায় ক্যারাম বোর্ডে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। সদর উপজেলার হরিপুর ইউনিয়নের বোয়ালদহ গ্রামের কান্তিনগর মোড়ে শুক্রবার (১৯ মে) রাতে সংঘর্ষের এই ঘটনায় নারীসহ আরও ১০ জন আহত হন।
নিহতরা হলেন কান্তিনগর এলাকার আবুল খায়েরের ছেলে ওমর আলী (৬০) ও শুকলাল সর্দারের ছেলে মিরাজ হোসেন (৪৮)।
স্থানীয় ও কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাদত হোসেন জানান, শুক্রবার রাত ৮টার দিকে কান্তিনগর মোড়ে আরিফের দোকানের ক্যারামবোর্ডে টাকা দিয়ে জুয়া খেলা শুরু করেন কয়েকজন। খেলা চলাকালে ওমর আলী ও মিরাজ হোসেনের মধ্যে বিরোধ শুরু হয়। একপর্যায়ে কথা কাটাকাটি ও হাতাহাতি শুরু হলে স্থানীয় একজন পুলিশকে খবর দেয়। কুষ্টিয়া মডেল থানার পুলিশ এসে জুয়াড়িদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ থানায় ফিরে গেলে রাত ৮টার দিকে মিরাজ দেশীয় অস্ত্রসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে ওমর আলীর ওপর হামলা করে। এসময় ওমর আলীর পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে এগিয়ে এলে দুপক্ষের সংঘর্ষ হয়। এতে দেশীয় ধারালো অস্ত্রের কোপে উভয় পক্ষের অন্তত ১০ জন জখম হয়। তাদের হাসপাতালে নিলে প্রথমে ওমর আলী ও পরে মিরাজ হোসেনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত আঞ্জুয়ারা খাতুনসহ ১০ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ওসি জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত। তবে পুনরায় সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।