উজিরপুরে জেলেদের মাঝে বৈধ জাল বিতরন করেন এমপি শাহে আলম

0
173

উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ
দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষন ও উন্নয়ন প্রকল্পের আওতায় বরিশালের উজিরপুরে জেলেদের মাঝে বৈধ জাল বিতরণ করান বরিশাল -২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম ।
বৃহস্পতিবার ( ১৮ মে) বেলা সাঁড়ে ১১ টায় উপজেলা পরিষদের সামনে ৮ টি গ্রুপে মোট ৪০ জন জেলেদের মাঝে ৩ হাজার ৬ শত ফুট বৈধ জাল বিতরন করা হয় । এ সময় ৬ টি গ্রুপে বেড জাল এবং ২ টি গ্রুপে ইলিশ জাল প্রদান করা হয় । এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা মো. সাইদুজ্জামান ,ক্ষেত্র সহকারী বিকাশ কুমার নাগ প্রমুখ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here