উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে সোনারবাংলায় স্কুলের পাসে বাস খাদে পড়ে চালকসহ ৩ জন আহত হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, উজিরপুর উপজেলার সোনারবাংলা এলাকায় বৃহষ্পতিবার (৪ মে) বিকেল ৩ টার দিকে বরিশাল থেকে ছেড়ে আসা একটি কাভারভ্যানের সাথে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রী বোঝাই ইকোনো এক্সপ্রেস নামক পরিবহনের ধাক্কা লেগে পরিবহনটি খাদে পড়ে ধুমরে মুচড়ে যায়। এতে পরিবহনের চালকসহ ৩ যাত্রী আহত হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসায় রয়েছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এ ব্যপারে উজিরপুর মডেল থানায় ওসি তদন্ত মো. তৌহিদুজ্জামান সোহাগ জানান খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।