‘হ্যালো সুপারস্টারস’-এর লঞ্চিংয়ে মালয়েশিয়া মাতাবেন দু’বাংলার একঝাঁক তারকা শিল্পী

0
512

খবর ৭১: ঈদ পুনর্মিলনী উপলক্ষে দু’বাংলার তারকা শিল্পীদের নিয়ে মালয়েশিয়ায় বসতে যাচ্ছে, গ্র্যান্ড এক্সপ্যাট্রিয়েটস শো-২০২৩।

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার সানু, বিনোদ রাঁধো, বাংলা গানের যুবরাজ আসিফ আকবর ,দেশবরেণ্য জনপ্রিয় সংগীত শিল্পী রুনা লায়লা,ডলি সায়ন্তনী এর পাশাপাশি থাকছেন, বাংলাদেশ ক্রিকেটের বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান,অভিনেতা ফেরদৌস ,ওমরসানী ,নিরব, অভিনেত্রী মৌসুমী,পূর্ণিমা সহ নেপাল ও মালয়েশিয়ার শিল্পীরা। জনপ্রিয় এসব শিল্পীদের অংশগ্রহণে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশীদের নিয়ে স্মরণকালের এ সেরা অনুষ্ঠানের আয়োজন করেছে ‘হ্যালো সুপারস্টারস’।

আগামী ৩০ এপ্রিল রবিবার কুয়ালালামপুরের চেরাস ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠানটি হওয়ার কথা থাকলে ও মালয়েশিয়া বিরুপ আবহাওয়ার জনিত কারণে একই তারিখে কুয়ালালামপুরের বুকিত বিংতানের সুঙ্গাই ওয়াং প্লাজার মেগাষ্টার আরিনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ১০ হাজারেরও বেশি দর্শকের উপস্থিতি থাকবে বলে প্রত্যাশা করছে আয়োজকরা।

গ্র্যান্ড এক্সপ্যাট্রিয়েটস শোর কনভেনর ড. কামরুল আহসান জানান, মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিনোদন এবং বাংলাদেশের কৃষ্টি কালচার ও সংস্কৃতি প্রবাসে তুলে ধরার পাশাপাশি বৈধ উপায়ে দেশে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করার লক্ষ্যেই আমাদের এ আয়োজন।এ ছাড়া গ্র্যান্ড এক্সপ্যাট্রিয়েটস শোতে বিশ্বে এই প্রথম শ্রমজীবী মানুষের জন্য সোশ্যাল মিডিয়া মোবাইল এপ্লিকেশন ‘হ্যলো সুপারস্টারস’-এর লঞ্চিংও অনুষ্ঠিত হবে।

ড. কামরুল আহসান আরও জানান, অ্যাপটি সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে প্রবাসী কর্মী এবং বিশ্বের সকল শ্রমজীবী মানুষ তাদের প্রিয় তারকাদের সাথে সরাসরি সংযুক্ত হয়ে একে অপরের সাথে তাদের মনের কথা ভাগাভাগি করতে পারবেন। এ ছাড়া ভার্চুয়াল অডিশনের মাধ্যমে সমাজের যেকোনো স্তরের শ্রমজীবী মানুষ তার মেধা, দক্ষতা সারা বিশ্বের কাছে তুলে ধরতে পারবেন বলেও জানান আয়োজকরা।

অন্যদিকে, অ্যাপটির মাধ্যমে চলচ্চিত্র বা সংগীত তারকা কিংবা ডাক্তার, আইনজীবী, শেফসহ সমাজের বিভিন্ন পেশার সেলেব্রিটিদের নিকট হতে প্রশিক্ষণ ও পরামর্শ গ্রহণ করতে পারবেন প্রবাসীরা। এছাড়া তারকাদের ই-অটোগ্রাফ, অভিনন্দন বার্তাসহ ই-কমার্সের মাধ্যমে তারকাদের সঙ্গে ক্রয়-বিক্রয়ে অংশগ্রহণ করতে পারবেন।

হ্যলো সুপারস্টারস গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠানে মালয়েশিয়ার বিখ্যাত ব্যবসায়ী তানশ্রী ইউসুফ বিন তুন সাইদ নাসিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মালয়েশিয়ার মালাক্কা রাজ্যের হেড অব স্টেট ও গভর্নর তুন ড. মোহম্মদ আলী বিন রুস্তম।

গ্র্যান্ড এক্সপ্যাট্রিয়েটস শো-২০২৩ অনুষ্ঠানটি সফল করতে আয়োজকরা সবার সহযোগিতা কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here