রুপালী সততা ক্লাবের সংবর্ধনা ও ইফতার মাহফিল

0
132

ছাতক প্রতিনিধি :
রুপালী সততা ক্লাব কতৃক আয়োজিত সংগঠনের সাধারণ সম্পাদক শামছুল হক সানির লন্ডন যাত্রা উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান ২০ এপ্রিল ২৩ বিকেল ৫ টায় লামাটুকের বাজারে অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লন্ডন প্রবাসী হাজী আব্দুর রহিম, রুপালী সততা ক্লাবের সভাপতি আব্দুর রাকিব মামুনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি শামছুল হক সানি, বক্তব্য রাখেন,লন্ডন প্রবাসী মো: সুরুজ আলী, আব্দুল মছব্বির,আব্দুল কাদির,মাস্টার আব্দুল জলিল,আব্দুর নুর ফয়ছল,আব্দুল লতিফ,নজরুল খান,কয়েছ আহমদ, সামছুজ্জামান শামীম, আব্দুল হক, ক্লাব সহ সভাপতি রহিম উদ্দিন,উপস্থিত ছিলেন রুপালী সততা ক্লাবের সদস্য, সিহাব উদ্দিন সাহাব,মো: সুহেল মিয়া,আব্দুল আলী রাজ,মো: কাওছার, মো: সেবুল,মো: জিল্লুর রহমান, মো: মুনছুর, মো: নাজমুল, সেবুল,সিপু,নুর ইসলাম, আনোয়ার হোসেন, নাহিদ মিয়া,কদর,সুমেল,মিলন,সিরাজুল, মাসুম মোজাম্মিল,রুহুল, মজিদ, রায়হান,ফাহিম, বিলাল,কাওছার, আব্দাল,আফজল,তামিম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here