দিনাজপুরে অটোরিকশায় বাসের ধাক্কা, শিশুসহ নিহত ৪

0
114

খবর ৭১: দিনাজপুরের চিরিরবন্দরে সিএনজিচালিত অটোরিকশাকে একটি বাস ধাক্কা দিলে দুই শিশুসহ চার জন নিহত হন। তবে তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর ও ফুলবাড়ী মহাসড়কের উচিতপুর বাজারের পাশে শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ জানান, সকালে দিনাজপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী কেয়া পরিবহন নামের একটি বাস ফুলবাড়ির দিকে যাচ্ছিল আর নবাবগঞ্জ থেকে একটি অটোরিকশা দিনাজপুরের দিকে আসছিল। শিবপুরি এলাকায় পৌঁছলে অটোরিকশাটিকে বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে অটোরিকশায় থাকা দুই শিশু নিহত হয়। এঘটনায় গুরুতর আহত অবস্থায় অটোরিকশা চালকসহ চার জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান।

এখনো নিহতদের পরিচয় জানা যায়নি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here