৭২ ঘণ্টা বন্ধের পর রামপাল বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু

0
129

খবর ৭১: যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ৭২ ঘণ্টা পর উৎপাদনে ফিরেছে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। বর্তমানে এখান থেকে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।আজ বুধবার বাংলাদেশ-ইন্ডিয়া পার্টনারশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ১টা থেকে বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু হয়।

গত ১৫ এপ্রিল রাতে যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যায়। এতে বাগেরহাটেসহ আশপাশের কয়েকটি জেলায় তীব্র লোডশেডিং শুরু হয়। গত বছরের ১৭ ডিসেম্বর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র।

পরে চলতি বছরের ১৪ জানুয়ারি কয়লা সংকটে বন্ধ হয়ে যায় এ বিদ্যুৎকেন্দ্র। প্রায় ১ মাস পর ১৫ ফেব্রুয়ারি আবারও উৎপাদন শুরু হয়।

২০১০ সালে ভারত ও বাংলাদেশ যৌথ উদ্যোগে রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত হয়। ২০১২ সালের ২৯ জানুয়ারি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং ভারতের এনটিপিসি লিমিটিডের মধ্যে ে সংক্রান্ত চুক্তি সই হয়।

চুক্তি অনুযায়ী রামপালে ১৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট শুরু হয়। ২০১৩ সালের ৫ অক্টোবর রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here