0
148

খবর৭১: আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমার তালিকায় যোগ হলো আরও একটি সিনেমা। নাম ‘লোকাল’। পলিটিক্যাল থ্রিলার ঘরানার এ সিনেমাতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক আদর আজাদ ও নায়িকা শবনম বুবলী। এটি এ জুটির দ্বিতীয় সিনেমা।

এদিকে গতকাল শনিবার (১৫ এপ্রিল) রাতে হঠাৎ মুক্তির ঘোষণা দিয়ে সিনেমাটির ট্রেইলার প্রকাশ করা হয়েছে। ২ মিনিট ৪৫ সেকেন্ডের ট্রেইলারটি প্রকাশ্যে আসতেই দর্শকের চোখ আটকেছে এতে। দর্শকরা বলছেন, ঈদে মুক্তি অপেক্ষায় থেকে সিনেমাগুলোর মধ্যে সেরা ট্রেলার এটি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকদের পাশাপাশি ট্রেলারে মুগ্ধতার কথা জানাচ্ছেন বাংলা চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরাও।

ট্রেইলার শেয়ার করে মালেক আফসারী লিখেন, হঠাৎ চোখ আটকে গেলো। ২ মিনিট ৪৫ সেকেন্ড দারুণ ছিল। ঈদের ছবি। শুভকামনা।

চিত্রনায়ক সাইমন সাদিক ট্রেলারটি নিজের ফেসবুক প্রোফাইল শেয়ার দিয়ে লিখেছেন, “লোকাল” পোলাপাইনের কোয়ালিটি আলাদাই থাকে। তারা নিজের চিন্তা না কইরা,আমজনতা লইয়া কথা কয়।’

জনি হক নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, এখন অবধি ঈদের আপকামিং সিনেমা গুলোর মধ্যে আদমের পর চন্দনের “লোকাল” সিনেমার ট্রেইলারটি বেশ ভাল লাগলো।

গেল সপ্তাহেই সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে ‘লোকাল’। সিনেমাটি দেখে প্রশংসা করেন সেন্সর বোর্ডের সদস্যরা। রাজনৈতিক থ্রিলার ঘরানার গল্পের ‘লোকাল’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন আদর আজাদ ও শবনম বুবলী। এটি এ জুটির দ্বিতীয় সিনেমা। এর আগে ‘তালাশ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন আদর ও বুবলী।

আদর বলেন, ‘লোকাল’ পলিটিক্যাল থ্রিলার ঘরানার একটি গল্প। চিত্রনাট্যে রয়েছে নতুনত্ব। গল্প নিয়ে এখনই কিছু বলা যাবে না। এতটুকু নিশ্চিত করতে পারি দর্শকদের জন্য চমক আছে। আদর-বুবলীতে দর্শক নিরাশ হবেন না। আশা করি, সবার পছন্দ হবে।’

লোকাল নির্মিত হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে। ফেরারী ফরহাদের গল্প ও চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেছেন সাইফ চন্দন। এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সাঞ্জু জন, এলিনা শাম্মী, আনোয়ার, স্বাধীন, শিবা শানু, ডন, বড়দা মিঠু, আহমেদ শরীফ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here