মেসি ম্যাজিকে জয় পেলো পিএসজি

0
173

খবর ৭১: দুই ম্যাচ হারের পর জয়ের দেখা পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। শনিবার (৮ এপ্রিল) লিগ ওয়ানে নিসকে ২-০ গোলে হারিয়েছে প্যারিসের জায়ান্টরা। এক গোল আর এক অ্যাসিস্ট করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন লিওনেল মেসি।

২৬ মিনিটে নুনো মেনডেসের ক্রস থেকে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন মেসি। এরপর পিএসজির গোলরক্ষক গিয়ানলুইগি ডোনারুমা বেশ কিছু গুরুত্বপূর্ণ সেভ করে নিসকে হতাশ করেছেন। নিসের ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডাটের শট পোস্টে লেগে ফেরত আসে। ম্যাচ শেষের ১৪ মিনিটে আগে মেসির কর্ণার থেকে রামোসের হেডে পিএসজির জয় নিশ্চিত হয়।

টানা দুই ম্যাচে পরাজয়ের পর শেষ পর্যন্ত জয়ের দেখা পেল পিএসজি। ঐ পরাজয়গুলো গাল্টিয়ারের উপর চাপ সৃষ্টি করেছিল। এমনকি মৌসুম শেষে তার বিদায়ও দেখে ফেলেছিল অনেকেই।তবে এই জয় নিশ্চিতভাবেই গাল্টিয়ারের কাছে অনেক কিছু। এই জয়ে ৩০ ম্যাচ থেকে ৬৯ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকলো পিএসজি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here