পাকিস্তানে সম্ভাব্য ঈদের তারিখ ঘোষণা

0
196

খবর৭১: দেখতে দেখতে অর্ধেক দিন অতিক্রান্ত করেছে রমজান মাস। কয়েক দিন পরই উঠবে ঈদুল ফিতরের নতুন চাঁদ। যদিও ঈদুল ফিতর ঠিক কবে অনুষ্ঠিত হবে, সেটা নির্ভর করছে শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর।

এ অবস্থায় পাকিস্তানের রুয়েত-ই-হিলাল রিসার্চ কাউন্সিল (আরএইচআরসি) শুক্রবার বলেছে, আগামী ২২ এপ্রিল শনিবার সারা দেশে চলতি বছরের ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এক্সপ্রেস নিউজ জানিয়েছে, কাউন্সিলের মহাসচিব খালিদ ইজাজ মুফতি জানিয়েছেন, শাওয়ালের চাঁদ দেখার জন্য আগামী ২০ এপ্রিল বৃহস্পতিবার কমিটির বৈঠক ডাকা হবে।

ওই দিন (বৃহস্পতিবার) সন্ধ্যায় চাঁদ দেখা গেলে পর দিন ২১ এপ্রিল শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে ওই দিন সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই বলেও জানান তিনি।

রুয়েত-ই-হিলাল রিসার্চ কাউন্সিলের মহাসচিব বলেন, পবিত্র রমজান মাস ৩০ দিন অর্থাৎ ৩০ রোজা পূর্ণ করার পর সম্ভবত আগামী ২২ এপ্রিল ঈদ উদযাপিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here