ইফতাররত অবস্থায় মারা গেলেন খেলাফত মজলিসের আমির

0
158

খবর ৭১: নারায়ণগঞ্জে এসে ইফতাররত অবস্থায় মারা গেলেন খেলাফত মজলিসের আমির শায়খুল হাদীস মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী।

শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যায় শহরের জামতলা হীরা কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল চলাকালীন তিনি মারা যান।

নারায়ণগঞ্জ মহানগর খেলাফত মজলিসের সভাপতি ডা. শরীফ মোহাম্মদ মোসাদ্দেক বলেন, মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী আমাদের ইফতার মাহফিলে বক্তব্য রেখেছেন। পরে ইফতাররত অবস্থায় তিনি হঠাৎ করেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে মরদেহ স্বজনদের কাছে পাঠানো হয়েছে।

গত জানুয়ারি মাসে মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী খেলাফত মজলিসের আমির পদে নির্বাচিত হন। এর আগে তিনি কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। তিনি বিভিন্ন মাদরাসায় শায়খুল হাদিস ও মুহাদ্দিস পদে ছিলেন।

মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী ১৯৫০ সালে ১ ডিসেম্বর মৌলভীবাজার শহরে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here