আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিলেন সাকিব

0
181

খবর৭১: আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরে যোগ দিতে চেয়েছিলেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু বিসিবি থেকে মেলেনি ছাড়পত্র। আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শেষেই অনাপত্তিপত্র দিতে চেয়েছেন বিসিবি বস নাজমুল হোসেন পাপন।

এসবের মাঝেই শোনা গেল চাঞ্চল্যকর তথ্য। চলতি আসরের পুরো আইপিএল থেকেই নিজেকে সরিয়ে নিলেন সাকিব আল হাসান। দেশের একটি জাতীয় দৈনিক এমন তথ্যই প্রকাশ করেছে। তবে এ বিষয়ে এখনও মুখ খুলেননি বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক।

ঠিক কি কারণে এমন সিদ্ধান্ত নিলেন সাকিব? সেটা অবশ্য জানা গেছে। বাংলাদেশের খেলা থাকাকালে স্বাভাবিকভাবেই সাকিবকে পাবে না কেকেআর। ফাঁকা সময়ে চাইলে খেলতে পারতেন সাকিব। কিন্তু পুরো মৌসুমের জন্যই সাকিবের অভাব পূরণের জন্য একজনকে দলে ভেড়াতে চাইছে কেকেআর। সেই সুযোগটি করে দিলেন সাকিব।

এদিকে সাকিব না খেললেও আইপিএল খেলবেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার লিটন কুমার দাস। বাংলাদেশ দলের খেলা না থাকা সময়গুলোতে কেকেআরের হয়ে মাঠে প্রতিনিধিত্ব করবেন এই ডানহাতি ব্যাটার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here