রেদোয়ান হোসেন জনি, মিরসরাই প্রতিনিধিঃ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে মিরসরাইয়ের ঐতিহ্যবাহী অলিনগর লায়লা বেগম আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী এই আয়োজনে অলিনগর এল বি আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি শফি আহম্মেদের সভাপতিত্বে বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলী আশরাফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলার আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেন। অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার দে।
বিশেষ অতিথি ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সদস্য হাজী নিজাম উদ্দিন, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহি উদ্দিন কিরন, করেরহাট ইউনিয়নের ৮ ওয়ার্ডের সদস্য আজাদ উদ্দিন, করেরহাট ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ পিন্টু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি আশিষ কুমার দাস, করেরহাট ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি রিপন দে, সহ-সভাপতি মৃদুল বিশ্বাস।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের বিদ্যোৎসাহী সদস্য নুরুল আবছার ছোটন, অভিভাবক সদস্য আবু আহমদ, মোকাররম উদ্দিন, বদিউল আলম, মাঈন উদ্দিন প্রমুখ।
ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় ৭৬ টি ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।